ফুড ম্যাগাজিন মানেই শুধু মাত্র রেসিপি নয়! প্রতিমাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হচ্ছে রোজকার রান্নাবান্না । থাকছে পুরাণে এবং সাহিত্যে বর্ণিত রান্না থেকে শুরু করে অভিনব কায়দায় হালফ্যাশনের মডিউলার কিচেনে রান্নার টিপস পর্যন্ত সমস্ত খুঁটিনাটি তথ্য ।