সুন্দরী পাবং। ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। কালিম্পঙের কাছেই। কমবেশি ২৫ কিমি। পাবং থেকে তিন কিমি হাঁটা পথে আর এক রূপসী গ্রাম চারখোল অপেক্ষায় থাকে ভ্রমণপিয়াসী মানুষের। পাবংয়ের উচ্চতা পাঁচহাজার ফিটের আশপাশে। পাইনে ঘেরা শান্ত নিরিবিলি এই গ্রামটি। অপার শান্তি বিরাজমান।

হাতছোঁয়া দূরে বরফাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে রাজকীয় দৃপ্ত ভঙ্গিতে। পাইন অরণ্য, বরফ-ঢাকা কাঞ্চনজঙ্ঘা, নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায় অরণ্য থেকে পাহাড়ের কোলে! সে এক মনোরম দৃশ্য। পাহাড়ি বাতাসে ভেসে আসে পাখির ডাক! কতশত পাখি পাবংয়ের আকাশে, গাছগাছালিতে। সবমিলিয়ে লা-জবাব পাবং!
যাঁরা পক্ষীপ্রেমী কিংবা পর্যবেক্ষক তাঁদের কাছে পাবং স্বপ্নের রাজ্য! শোনা যায়, পাবং এবং তার আশপাশে দেখা যায় প্রায় আড়াইশো প্রজাতির পাখি! আর অরণ্যে আছে বার্কিং ডিয়ার, ব্ল্যাক ডিয়ার, প্যাঙ্গোলিন ইত্যাদি বন্যপ্রাণ। ভাগ্য সঙ্গে থাকলে দেখা মিলতে পারে লেপের্ডেরও! তিন কিমি হাঁটাপথে চারখোল আর এক রূপসী পাহাড়ি গ্রাম। ঘুরে এলে ভাল
লাগবে। গাড়িতেও যাওয়া যাবে। তবে হেঁটে গেলে চারিপাশের রূপ-মাধুর্যের রসে সিক্ত হবেনই। সারাদিন পর সূর্য যখন তার বাসায় ফেরে তখন তার লাল আভায় স্নান করে কাঞ্চনজঙ্ঘা। সে যে কী রূপসৌন্দর্য তা চাক্ষুষ না-করলে অনুভব করা যায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা গড়িয়ে রাত। আর সে রাত যদি হয় চাঁদনি, তাহলে তো কথাই নেই। চাঁদের আলোয় ভেসে যায় চারখোল, পাবং আর আশপাশ! প্রকৃতি আর পরিবেশ নিয়ে যায় স্বর্গীয় অনুভূতির রূপকথার দেশে!

মুহূর্তে ভুলিয়ে দেয় সবকিছু! শুধু বিস্ময় খেলা করে ভাবনার জগৎ জুড়ে! চাঁদের খোলামেলা জ্যোৎস্নায় পাহাড়ি দৃশ্যপটে সে এক অন্য দুনিয়া, ভিন্ন জগৎ। তখন মনে হয়, এই হল বেঁচে থাকার রসদ। আর কিছু নয়।
ভোরের বেলা ঘুম ভাঙে জানা, না-জানা পাখির ডাকে। ওরা যেন ডানা মেলে বলে, বেরিয়ে পড়ো ঘর থেকে। ভোরের রূপমাধুরী তোমার অপেক্ষায়! ঠান্ডা উপেক্ষা করে বেরিয়ে পড়লে হাজারো মজা, হাজারো আনন্দ, চোখের আরাম। কাঞ্চনজঙ্ঘার বরফ চুড়োয় সূর্যের রক্তিম আভা খেলাশুরু করে দিয়েছে। মনে হবে, কুচো বরফে সিরাপ ঢেলে দিয়েছে কেউ!
পলক ফেলার অবসর না-দিয়ে প্রকৃতি তৈরি করে এক অনন্য সৌন্দর্য! যাঁরা প্রকৃতিপ্রেমিক তাঁদের কাছে পাবং, চারখোল অবসর যাপনের এক অন্যতম সেরা ঠিকানা। কিংবা যাঁরা কাজের জায়গা থেকে মানসিক চাপ থেকে মুক্ত হয়ে প্রকৃতির মাঝে কয়েকটি দিন চিন্তামুক্ত অবসর যাপন করতে চান তাঁরাও এখানে আসতে পারেন নির্দ্বিধায়।

কীভাবে যাবেন এবং কোথায় থাকবেন: বিপ্লব দে'র সঙ্গে যোগাযোগ করুন সমস্ত ব্যবস্থা করে দেবেন। মোবাইল-09733454779/08967928334. দু'টিই হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
Comments