top of page
Search

খেজুর, কাঠবাদাম এবং কিশমিশের স্বাদে অসাধারণ এই কেক খেলে মন ভরে যাবে। রেসিপি দিলেন কৌশিকী সরকার।

ভ্যানিলা, চকোলেট, ব্লুবেরি, অরেঞ্জ নানা স্বাদের কেক অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন। কখনও খেজুরের কেকের স্বাদ নিয়েছেন? যদি না খেয়ে থাকেন, তা হলে এবার বানিয়ে ফেলতেই পারেন।

কী কী লাগবে

মাখন: ৩০০ গ্রাম

চিনি: ৩০০ গ্রাম

ডিম: ৬টি

কাঠবাদাম গুঁড়ো: ১০০ গ্রাম

ময়দা: ২০০ গ্রাম

দুধ: ২ কাপ

মধু: ৪ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স: ১ টেবিল চামচ

খেজুর বাটা: ২ কাপ

বেকিং পাউডার: ৫ গ্রাম

কীভাবে বানাবেন

কড়াই গরম করে প্রথমে মাখন এবং চিনি একসঙ্গে গলিয়ে নিন।

ভাল করে দু’টো উপকরণ মিশে এলে তাতে ডিম দিয়ে দিন।

ডিম দেওয়ার পর একে একে সমস্ত উপকরণ দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন।

এ বার কেক তৈরির পাত্রে মিশ্রণটি ঢেলে ১৮০ সেন্টিগ্রেডে অভেনে ৩৫ মিনিট মতো বেক করে নিন।

বেকিং হয়ে গেলে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে নিন। খাবার সময় ছোট চার কোনা করে কেটে পরিবেশন করুন।



Comments


bottom of page